আপনি সকালে শুটকি দিয়ে ভাত খেয়েছেন, কিন্তু দুপুরে-রাতে মাছ-মাংস দিয়ে ভাত খেয়েছেন?
রাতের শেষে ঢেঁকুর আসছে ?
দেখবেন দুই বেলা যে মাছ মাংস খেয়েছেন তার গন্ধ আসবেনা, আসবে সকাল বেলা যে শুটকি দিয়ে খেয়েছেন তার গন্ধ, ছাত্রলীগ হলো এমন সংগঠন, আপনি যত বড় এমপি মন্ত্রী হোন, ছাত্রলীগ করা থাকলে দিন শেষে ছাত্রলীগের কথা বলবেন,
আর ছাত্রলীগ করা না থাকলে আপনি ছাত্রলীগের বদনাম করবেন, এমপি মন্ত্রী হবার যোগ্যতা অনেকের হয়, কিন্তু ছাত্রলীগ করার যোগ্যতা অনেকের হয়না ?
আমি সেই ছাত্রলীগের কথা বলছি যারা বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার জন্য জীবন দিতে পারে?
আমি সুবিধাবাদী, হাইব্রিড ছাত্রলীগের কথা বলছিনা,
আমি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সর্বোচ্চ দুর্দিনের ছাত্রলীগের কথা বলছি,
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।
এইচএম আল-আমিন আহমেদের ফেসবুক থেকে
বিবার্তা/মৌসুমী