বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের আজ ৬৭তম জন্মদিন। সন্ধ্যা থেকেই তার ছবি ও জন্মদিনের শুভেচ্ছা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। আমার সাড়ে চার বছরের ছোট ওয়াসিউ তার একটা ছবি দেখিয়ে বললো, "রুপ্পি, দেখো বঙ্গবন্ধুর ছেলে!"
আমি বললাম, আজ উনার জন্মদিন।
এবার ওয়াসিউ কিছুটা আনন্দ আর উৎসাহ নিয়ে বললো, "উনাকে একটা কল দাও, আমি হ্যাপি বার্থডে বলি!"
আমি এবার কিছুটা ধাক্কার মত খেলাম। এমন কথা শুনবো কখনো কল্পনাও করিনি। এখন আমি ওকে কি উত্তর দেই, কিছুটা ভাবনায় পড়ে গেলাম। ছেলেটা আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। দেখে বড়ো মায়া হচ্ছে।
একটা চাপা কষ্ট আমাকে ঘিরে ধরেছে। ছেলেটাকে আমি কি করে বলি, বঙ্গবন্ধুর অসম্ভব মেধাবী, সুদর্শন সোনার ছেলেটিকে বিয়ের এক মাসের মধ্যে বউসহ গুলি করে তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে হত্যা করেছে এ দেশেরই একদল নরপশু! এখন তিনি সকল কিছুর উর্ধ্বে ওঠে গেছেন। ওয়াসিও কি মেনে নেবে এই উত্তর? এ তো বাঙালি হিসেবে আমার জন্য লজ্জা। আমি কিভাবে বোঝাবো আমার প্রজন্মকে? কি উত্তর দিব তাদের। এ কষ্ট তো আমৃত্যু তাড়িয়ে বেড়াবে স্বাধীন বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যকটি বাঙালিকে।
ফোন করার কথা শুনে তখন থেকেই প্রচণ্ড শূন্যতা অনুধাবন করছি। আজ বেঁচে থাকলে তার বয়স হতো ৬৭ বছর। তখন কি ওয়াসিউর স্বপ্ন পূরণ করাটা একেবারেই অসম্ভব ছিলো? ফোনে হয়তো আমি উনাকে নাও পেতে পারতাম কিন্তু উত্তর খু্ঁজতে গিয়ে কি আজকের এমন আনন্দেরক্ষণে চোখ জলে ভরে যেতো?
শেখ কামাল এমন একজন সুপুরুষ যিনি শুধু নিজেই আলোকিত হননি। আলোকিত করা চেষ্টা করেছেন আমাদেরকে, আমাদের সমাজকে, দেশকে। তার এই দেশপ্রেমিক চরিত্রই আজ তাকে প্রতিষ্ঠিত করেছে অমর পুরুষ হিসেবে।
আজ তাই আমি আর বিশ্বাস করি না তিনি নেই। তিনি আছেন। আমাদের প্রতিটি মানুষের মাঝে এখনও তিনি বিরাজমান।
শুভ জন্মদিন, মুজিব পুত্র শেখ কামাল...
রুশি চৌধুরীর ফেসবুক থেকে
বিবার্তা/ফারিজ