বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতির জনক, আর বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন।
ছাত্রলীগ 'আমাদের' জাতির জনকের সংগঠন!
সমস্যা হচ্ছে, অনেকে একটু ক্ষমতা হাতে পেলেই 'আমাদের' কথাটা বেমালুম ভুলে কাজেকর্মে, আচার-আচরণে কেবলই 'আমার' 'আমার' ভাব প্রকাশ করেন। সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করেন নগ্নভাবে!
'রাজনীতি' দেশ ও দশের কল্যাণ আর মানবসেবার সর্বোৎকৃষ্ট পন্থা। যে হীনমন্যরা এই পবিত্র মাধ্যমকে ব্যক্তি স্বার্থ আর ব্যক্তি আক্রোশ মেটানোর হাতিয়ার বানায় তারা যত ক্ষমতাধরই হোক, মানসিকভাবে শতভাগ দেউলয়া, তাদের জন্য করুণা!
আর লাখো আবেগীর প্রাণের প্রতিষ্ঠান এই ছাত্রলীগ কিন্তু কারো কাছে ইজারা দেয়া হয় নাই, এটা কারো ব্যক্তি পিতার সম্পত্তি না, আমাদের সবার 'আদর্শিক পিতার' সম্পদ! তাই, বেশি অপব্যবহার করতে যাবেন না! ফেসবুক-ইন্টারনেটের এই যুগে অন্তর ও বাহিরের কদর্যতা লুকানো দুরূহ ব্যাপার!
ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করেনি, অদূর ভবিষ্যতেও করবে না!
গোলাম রাব্বানির ফেসবুক থেকে
বিবার্তা/মৌসুমী