সুবিদ আলী ভূঁইয়া সুবিধা নিতেই আওয়ামীলীগে ঢুকেছিলেন। কাজেই সময় এখন তার কায়া থেকে মুজিব কোট খুলে নেয়া। মুজিব কোট সবার জন্য না। সবাই মুজিব কোটের মর্যাদা দিতে জানে না।
এই সুবিধাবাদী সুবিদ আলী একসময় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন।
চাকরি শেষে বিএনপির মনোনয়ন চেয়েও না পেয়ে ২০০১ সালে কুমিল্লার দাউদকান্দি ((কুমিল্লা-১) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি।
এতকিছু হওয়ার পরেও নাকি সমালোচনার মুখেও সুবিদ আলী তার অবস্থানে অনড় ছিলেন। তার কথা ছিল জিয়াই নাকি প্রথম রাষ্ট্রপতি! কত বড় ধৃষ্টতা ?
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মত গুরুত্বপূর্ণ একটি স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে থাকার আর কোনো নৈতিক অধিকার সুবিদ আলী রাখেন না।
বিএনপি থেকে যেভাবে আওয়ামী লীগে অনুপ্রবেশ ঘটছে সে দৃষ্টিতে আরো অনেক সুবিদ আলী হয়ত ঘাপটি মেরে আছে আওয়ামী লীগে। মূল কথা হচ্ছে, সুবিদ আলীর সংসদ সদস্যপদ বাতিল করে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হোক।
জসিম উদ্দীন আকন্দ রনির ফেসবুক থেকে
বিবার্তা/মৌসুমী