গুলশান হামলার পর ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছিলো।
আর আমেরিকার রাষ্ট্রদূত তো ওই হামলার পর বলেছে – ‘‘আমরা বাংলাদেশ দখল করবো না, তোমরা আমাদের সাথে কাজ করো!"
অথচ গুলশান হামলায় জন্মসূত্রে কোনো ব্রিটিশ কিংবা আমেরিকান নাগরিক নিহত হয়নি। জাপানের কিন্তু অনেক নাগরিক ওই হামলায় নিহত হয়েছে। এদের বেশীরভাগ'ই ঢাকার মেট্রোরেলের কাজ করতে এসেছিলো।
জাপানের এতো নাগরিক নিহত হওয়ার পরও জাপান কিন্তু বাংলাদেশকে সাহায্য করা বন্ধ করে দেয়নি। বরং তারা ঘোষণা করেছে - মেট্রো রেলের জন্য সব রকম সহযোগিতা তারা করে যাবে।
কথায় বলে, বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয়। জাপানিরা সেই বন্ধুত্বের পরিচয় সব সময় দিয়ে এসছে।
তাই গুলশান হামলায় যেই জাপানি নাগরিকরা নিহত হয়েছে, তাদের প্রত্যেকের নামে আমাদের মেট্রো রেলের স্টেশনগুলোর নামকরণ করার প্রস্তাবকে আমি সমর্থন করছি এবং জোর দাবী জানাচ্ছি বাংলাদেশ সরকার যেন অন্তত বন্ধুত্বের স্বীকৃতি হিসেবে ওই জাপানিদের নামে স্টেশনগুলোর নামকরণ করে।
আমিনুল ইসলামের ফেসবুক থেকে
বিবার্তা/মৌসুমী