আর কতদিন এ অরাজকতা চলবে?

আর কতদিন এ অরাজকতা চলবে?
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫২:২০
আর কতদিন এ অরাজকতা চলবে?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
কোন চেতনায়, কোন আদর্শে বঙ্গবন্ধুর কাঁধে হাত দিয়ে ছবি তোলার সাহস পায় একজন বঙ্গবন্ধুর সৈনিক? আমরা কি তাকে আওয়ামী পরিবারের বলে ধরে নিতে পারি?
 
এবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি দেখুন।বঙ্গবন্ধুর সাথে মিলে? বঙ্গবন্ধুর কি মাথায় টাক ছিল?
 
আওয়ামীলীগে যে হারে অনুপ্রবেশকারী ও হাইব্রিডদের দৌরা্ত্ম্য বাড়ছে, আশঙ্কা হয়, ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো হাইব্রিড অনুপ্রবেশ লীগ হয়ে যাবে।
 
দলের আদর্শ, যে আদর্শ বঙ্গবন্ধুর রেখে যাওয়া তা এখন আর চর্চা করা হয় না। তাই এমন অবস্থা হচ্ছে।
 
আওয়ামীলীগ দ্বিতীয় বার ক্ষমতায় থাকা দেশের জন্য মঙ্গল বয়ে আনলেও আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ভিতরে ভিতরে দুর্বল হয়ে যাচ্ছে। যার চেয়ার আছে সে-ই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের, সভাপতি সাধারন সম্পাদক । তারা চাইলে শিবিরকেও আওয়ামী লীগ, আর না চাইলে ত্যাগী আওয়ামী লীগকেও শিবির বানাতে পারে।
 
আর কতদিন এ অরাজকতা চলবে? শেখ হাসিনা যেদিন না থাকবেন, সেদিন কি হবে বঙ্গবন্ধুর আদর্শের? কে ভাববে আওয়ামী লীগের কথা? বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার কথা?
 
এইচ এম আল-আমিন আহমেদের ফেসবুক থেকে
 
বিবার্তা/মৌসুমী/হুমায়ুন
 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com