ভারতের নীরবতা দুর্বলতা নয় : পারিকর

ভারতের নীরবতা দুর্বলতা নয় : পারিকর
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৬, ১৯:৩৯:১৮
ভারতের নীরবতা দুর্বলতা নয় : পারিকর
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর বলেছেন, যারা ভারতের ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে যোগ্য জবাব দেয়া হবে। 
 
গত বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাকশাসিত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়ার পর শনিবার পাকিস্তানের উদ্দেশে পারিকর বলেন, ভারতের নীরবতাকে কেউ যেন দুর্বলতা ভেবে না বসে। আমরা কোনো রাষ্ট্রকেই জোর করে দখল করতে চাই না। 
 
তিনি বলেন, ভগবান রাম লঙ্কা জয় করে বিভীষণকে দিয়ে গিয়েছিলেন। আমরাও বাংলাদেশের ক্ষেত্রে তেমনটাই করেছিলাম। আমরা কারো ক্ষতি করতে চাই না, কিন্তু কেউ (পাকিস্তান) যদি আমাদের ক্ষতি করতে চায় তবে তাদের যোগ্য জবাব দেয়া হবে।
 
সেনা অভিযান নিয়ে পাকিস্তানের অস্বীকার প্রসঙ্গে পারিকর বলেন অজ্ঞান করে অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা যেমন হয়, ঠিক তেমনি সেনা অভিযানের পর পাকিস্তানও কোমায় চলে গেছে, তারা দিশেহারা হয়ে গেছে। পাকিস্তান বুঝতেই পারছে না যে কিভাবে, কখন ভারতীয় সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ানরা এই অভিযান সেরে ফিরে এসেছে। 
 
পারিকর আরো বলেন, ভগবান হনুমান লঙ্কায় যাওয়ার আগে তার ক্ষমতা সম্পর্কে জানতো না, কিন্তু আমরা আমাদের সেনাদের তাদের ক্ষমতা সম্পর্কে ধারণা দিয়েছি। তারা জানে কী কাজ করতে হবে।
 
বিবার্তা/ডিডি/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com