সিপিআইএম’র সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে ভারতের উচিত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা এবং দুই দেশের মধ্যে আর যেন উত্তেজনা তীব্রতর না হয় সেই বিষয়টি সুনিশ্চিত করা।
শনিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইয়েচুরি বলেন, ‘আমরা চাই না ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হোক এবং এই বিষয়টি সুনিশ্চিত করতে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনা শুরু করা দরকার।’
কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ১৯ জওয়ানের নিহত হওয়ার ঘটনা এবং সেই প্রেক্ষিতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক শাসিত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনার অভিযানের পর থেকে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই প্রসঙ্গেই ইয়েচুরি এই মন্তব্য করেছেন। আলোচনার জন্য ভারতকেই উদ্যোগটা নেয়ার পরামর্শ দিয়েছেন সিপিআইএম’র এই সিনিয়র নেতা।
তিনি বলেন, ‘দুই দেশের শক্তির বিচারে ভারতেরই উচিত পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করা, যাতে পাকিস্তানের মাটি থেকে সীমান্তপারের সন্ত্রাস নির্মূল করা যায়।’
একইসঙ্গে পাক শিল্পী ও খেলোয়াড়দের ভারত থেকে বিতাড়নের বিরোধীতাও করেন তিনি। পাক শিল্পীদের পাশে দাঁড়িয়ে ইয়েচুরি বলেন, ‘ক্রীড়া ও সাংস্কৃতিক রাজনীতির উর্ধ্বে রাখা উচিত। ক্রীড়াবিদ ও শিল্পীদের তাঁদের মতো থাকতে দেয়া উচিত। নির্দিষ্টভাবে যদি কারো বিরুদ্ধে দেশবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ ওঠে সেক্ষেত্রে ব্যবস্থা নেয়া যেতে পারে।
সিপিআইএম’র সাধারণ সম্পাদক মনে করিয়ে দেন, ‘ভারত ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে। এবার পাকিস্তানও প্রতিরক্ষা চুক্তি করতে যুক্তরাষ্ট্রের কাছাকাছি আসতে চাইছে। ফলে ভবিষ্যতে এক জটিল পরিস্থিতির দিকে এগোচ্ছি আমরা।’
এদিকে ইয়েুচুরির এই মন্তব্য নিয়ে দিল্লির রাজনীতিতে যথেষ্ট শোরগোল পড়ে গেছে।
বিবার্তা/ডিডি/নিশি