আমার ইচ্ছে করে হে আমার দেশ
তোমাকে এ বুকে আগলে রাখি
আমার এ বুকের ওম তোমাকে দেই
আর তোমার বুকের শীতলতা নেই।
ইচ্ছে করে আমার জন্মভূমি
তোমার গিরিতে আমার শির রেখে
পা ছড়িয়ে দেই দিগন্ত প্রান্তে
দুহাতে জড়িয়ে নেই তোমার মুখ।
ইচ্ছে করে প্রিয় মাতৃভূমি
আমি একই সাথে দাঁড়িয়ে যাই
তোমার সব শহীদ মিনারের সাথে
আমিও হই আরেক শহীদ মিনার ।
ইচ্ছে করে সকল শহীদানের
কবরগাহে গিয়ে সব শহীদকে
জাগিয়ে তুলি আর স্যালুট করি
বিনম্র শ্রদ্ধায় আর ভালোবাসায়।
আমার ভীষণ ইচ্ছে করে তোমার
সমস্ত নদী খাল বিল একত্র
করে নীল সাগরের সাথে মিলে
স্বাধীনতার উচ্ছ্বাস গায়ে মাখি।
আমার খুব ইচ্ছে করে প্রিয় দেশ আমার
তোমার মধুময় মাটিতে অধর
রেখে এক গভীর চুম্বন করি
তোমার চোখে আমার দুচোখ ঘষি।
ইচ্ছে তোমার পুরো অবয়বকে
একসাথে বুকে জড়িয়ে ধরে,
তোমার কাঁধের ওপর থুতনি রেখে
উষ্ণ নিঃশ্বাস ফেলি, সুখের নিঃশ্বাস ।।
বিবার্তা/মৌসুমী