জঙ্গিবাদ রুখুন: নারী সাংবাদিক কেন্দ্র

জঙ্গিবাদ রুখুন: নারী সাংবাদিক কেন্দ্র
প্রকাশ : ১৮ জুলাই ২০১৬, ১৫:১৬:১৯
জঙ্গিবাদ রুখুন: নারী সাংবাদিক কেন্দ্র
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় দেশব্যাপী ১৬কোটি মানুষের ঐক্য গড়ে তুলতে হবে। ১৮জুলাই সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। মানববন্ধনে জঙ্গিবাদ বিরোধী পৃথক ট্রাইবুনাল গঠন করে জঙ্গিবাদ মোকবেলা করার আহ্বান জানানো হয়। 
 
সমাবেশে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, দেশবিরোধী চক্রান্ত মোকাবেলা করতে সরকার, দেশবাসী, অভিভাবক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সজাগ, সতর্ক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধকালে যে ঐক্য দিয়ে আমরা পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছি, সেই ঐক্য গড়ে তুলেই আমরা আমাদের দেশকে রক্ষা করবো। 
 
নাসিমুন আরা হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মাহফুজা খানম, শিরীন আখতার এমপি, কলামিস্ট মমতাজ লতিফ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএনএসকে কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, সদস্য দিলরুবা খান, তাসকিনা ইয়াসমিন, রাবেয়া বেবী প্রমুখ বক্তব্য রাখেন।
 
এ সময় উপস্থিত ছিলেন নারী সাংবাদিক কেন্দ্রের সদস্য ও অন্যান্য সাংবাদিক বৃন্দ। 
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com