জঙ্গিবাদ দমনে মিডিয়ার ভূমিকা অপরিহার্য : বিবার্তায় জিএম কাদের

জঙ্গিবাদ দমনে মিডিয়ার ভূমিকা অপরিহার্য : বিবার্তায় জিএম কাদের
প্রকাশ : ০২ আগস্ট ২০১৬, ২০:৪৩:২৪
জঙ্গিবাদ দমনে মিডিয়ার ভূমিকা অপরিহার্য : বিবার্তায় জিএম কাদের
বিবার্তা প্রতিবেদক:
প্রিন্ট অ-অ+
জঙ্গিবাদ দমনে জনগণকে সচেতন করার জন্য মিডিয়ার ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাপা কো-চেয়ারম্যান জিএম কাদের।
 
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাওরানবাজারে বিবার্তা কার্যালয়ে বিবার্তা২৪ডটনেট’এর পঞ্চমবার্ষিকীতে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাপা প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, ওয়ালটনের পরিচালক উদয় হাকিম এবং বিবার্তার সম্পাদক বানী ইয়াসমিন হাসি।
 
এ সময় বিএনপির সহ দফতর সম্পাদক শামিমুর রহমান শামিম এবং বেগম জিয়ার প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খাঁন উপস্থিত ছিলেন।
 
জিএম কাদের বিবার্তার প্রশংসা করে বলেন, নিরপেক্ষ সংবাদ পরিরেশনের কারণে বিবার্তা খুব কম সময়ে সাধারণ মানুষের মনে স্থান নিয়েছে। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে যেভাবে পজিটিভ লেখা এবং সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিবার্তা লেখনির মাধ্যমে যেভাবে ভূমিকা রাখছে তার জন্য বিবার্তা পরিবারকে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।
 
বক্তব্য শেষে তিনি উপস্থিত অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন।
 
বিবার্তা/বিপ্লব/মৌসুমী
 
 
 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com