বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, অনলাইনের কারণে গণমাধ্যম আরো জনপ্রিয়তা পেয়েছে এবং মানুষ তাৎক্ষণিকভাবে দেশ-বিদেশের খবর জানতে পারছে। যার কারণে অনলাইন নিউজের চাহিদা সারা পৃথিবিতেই বাড়ছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাওরানবাজারে বিবার্তা কার্যালয়ে বিবার্তা২৪ডটনেট’এর পঞ্চমবার্ষিকীতে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জঙ্গিবাদ দমনে জনগণকে সচেতন করার জন্য মিডিয়ার ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। এসময় আরো বক্তব্য রাখেন জাপা কো-চেয়ারম্যান জিএম কাদের, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাপা প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, ওয়ালটনের পরিচালক উদয় হাকিম এবং বিবার্তার সম্পাদক বানী ইয়াসমিন হাসি।
এ সময় বিএনপির সহ দফতর সম্পাদক শামিমুর রহমান শামিম এবং বেগম জিয়ার প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খাঁন উপস্থিত ছিলেন।
শামা বলেন, আমি নিজেও নিয়মিত অনলাইন নিউজ দেখি। ফেসবুকের মাধ্যমে আমি প্রথম যেদিন বিবার্তা দেখি সেদিনই আমি সাইটা ভালভাবে পর্যবেক্ষন করি। বিবার্তার সাহসী প্রতিবেদন আমাকে মুগ্ধ করেছে। আমি এখন বিবার্তার নিয়মিত পাঠক। বিবার্তা যেভাবে নিরপেক্ষভাবে এগিয়ে চলছে আমি আশা করি খুব শ্রীঘই বাংলাদেশের দুই-তিনটা অনলাইন নিউজের মধ্যে বিবার্তা শীর্ষে অবস্থান করবে।
বিবার্তা/বিপ্লব/মৌসুমী