বিবার্তা২৪.নেট-এর পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার বিবার্তা কার্যালয় মিডিয়াকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
কারওয়ানবাজারে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বিএফজেইউ, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে কার্যালয়ে আসেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সদস্য মো. মহসিন হোসেন, দৈনিক প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক সেলিম জাহিদ, ইত্তেফাকের শামসুদ্দিন আহমেদ, আলোকিত বাংলাদেশের মিজান রহমান, বাংলাদেশ প্রতিদিনের সফিকুল ইসলাম সোহাগ, মানবকণ্ঠের ছলিম উল্লাহ মেজবাহ, জনকণ্ঠের রাজন ভট্টাচার্য, যুগান্তরের সিরাজুল ইসলাম, ভোরের ডাকের সুজন দে, বাংলানিউজের চিফ রিপোর্টার সেরাজুল ইসলাম সিরাজ, বাংলামেইলের কামাল মোশারফসহ বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
এসময় পৃথক পৃথকভাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন বিবার্তার প্রতিষ্ঠাবার্ষিকিতে কেক কাটেন।
কেক কাটার পূর্বে শাবান মাহমুদ তার বক্তব্যে বলেন, বিবার্তা ঈর্ষণীয়ভাবে এগিয়ে চলছে। আমি আশা করি ভবিষতের নিরপেক্ষতার এধারা বজায় রেখে দেশের শীর্ষস্থানীয় অনলাইনে পরিণত হবে বিবার্তা।
বিবার্তা/বিপ্লব/কাফী