তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে প্রবীর সিকদারের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বৃহস্পতিবার প্রবীর সিকদারের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম এ অভিযোগ গঠন করেন।
গত ২৫ মে প্রবীর সিকদার সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে মামলাটি ফরিদপুর আদালতে চলাকালীন ওই আদালত প্রবীর সিকদারের জামিন মঞ্জুর করেন। পরবর্তী সময়ে আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেন।
প্রবীর সিকদার বর্তমানে দৈনিক বাংলা ৭১, উত্তরাধিকার-৭১ নিউজ অনলাইন পত্রিকা ও উত্তরাধিকার নামে একটি ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক।
গত বছরের ১৬ আগস্ট প্রবীর সিকদারকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে একটি মামলা করা হয়। মামলাটি করেন জেলা পূজা উযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। সেই রাতেই প্রবীর সিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।
বিবার্তা/প্লাবন/সফিকুল