নেত্রকোনা জেলার প্রথম প্রকাশিত ‘সাপ্তাহিক নেত্র’ পত্রিকার সম্পাদক এবং বেসরকারি টিভি চ্যানেল আরটিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর সেলিম (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে মসজিদ কোয়ার্টারস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
হুমায়ূন কবীর সেলিম নেত্রকোণা নাগরিক অধিকার কমিটির সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে সাতপাই পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং নেত্রকোনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবার্তা/রোকন/কাফী