আজ সোমবার বৃহত্তর ঢাকা জেলা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিশেষ অতিথি থাকবেন অ্যাডভোকেট সানজিদা খানম এমপি, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক স্বপন কুমার সাহা।
সংগঠনের আহবায়ক ফরিদ হোসেন ও যুগ্ম আহবায়ক শাহীন চৌধুরী বৃহত্তর ঢাকা জেলার বিভিন্ন গণমাধ্যমে ঢাকায় কর্মরত সাংবাদিকদেরকে সাধারণ সভায় অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন।
বিবার্তা/জিয়া