নতুন সভাপতি আজাদ, সম্পাদক শাহীন

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম
নতুন সভাপতি আজাদ, সম্পাদক শাহীন
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৬, ০৮:৪৯:১৬
নতুন সভাপতি আজাদ, সম্পাদক শাহীন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের এক সাধারণ সভায় বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদকে সভাপতি এবং অনলাইন দৈনিক এবিনিউজ২৪ বিডি ডটকমের সম্পাদক শাহীন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে।
 
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সাধারণ সভায় সংগঠনের আহবায়ক সাংবাদিক ফরিদ হোসেন এই নতুন নির্বাচত কমিটির নাম ঘোষণা করেন। 
 
কমিটির নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহসভাপতি কার্তিক চ্যাটার্জি (সংবাদ) ও সৈয়দ মেজবাহ উদ্দিন (দিন পরিবর্তন), য়ুগ্ম সাধারণ সম্পাদক মো. মোমিন হোসেন (আমার দেশ), কোষাধ্যক্ষ আতাউর রহমান (বাসস), জনকল্যাণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ চারু (ইত্তেফাক), দপ্তর সম্পাদক নজরুল কবীর (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন) এবং সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক নাসরীন গীতি (বাংলাভিশন টেলিভিশন)। 
 
নির্বাহী কমিটির সদস্যরা হলেন, রফিকুর রহমান (রয়টার্স), স্বপন দাশগুপ্ত (দৈনিক বর্তমান), ফরিদা ইয়াসমীন (ইত্তেফাক), হাসান হাফিজ (আমার দেশ), মাহবুব আলম (দৈনিক ভোরের ডাক) এবং মনির হোসেন লিটন (৭১ টেলিভিশন)। 
 
সাধারণ সভার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের এই সংগঠন ২০০৫ সালে গঠন করা হয়।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com