রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) ঢাকা মহানগর কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার আরজেএফ’র চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. সেকেন্দার আলম শেখ ঢাকা মহানগর আরজেএফ’র কমিটি অনুমোদন করেন।
কমিটিতে সভাপতি পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক সংবাদপাতা সম্পাদক হাসান সিদ্দিকী সানী, কার্যকরী সভাপতি দৈনিক দেশ বাংলার সিনিয়র সাব এডিটর নার্গিস কবির লিন্ডা, সহ সভাপতি পল্লী টেলিভিশনের পরিচালক মিল্টন খান, সাধারণ সম্পাদক দৈনিক একুশের বাণী’র সিনিয়র স্টাফ রিপোর্টার মিলন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালের ছবির স্টাফ রিপোর্টার মোহাম্মদ হোসেন, সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক ফটো সাংবাদিক জামাল শিকদার, কোষাধ্যক্ষ দৈনিক আমার সময়ের সহ-সম্পাদক আপন অপু, সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক কালের ছবির সাব এডিটর আজিজুন নাহার, দপ্তর সম্পাদক পাক্ষিক নির্ভিক সংবাদের সহ-সম্পাদক সবিতা পলমা মালা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফ্রিল্যান্স লেখক মো. আবুল বাশার, মানবাধিকার বিষয়ক সম্পাদক পাক্ষিক নির্ভীক সংবাদের নার্গিস চৌধুরী লাভলী, সাহিত্য সম্পাদক মো. নাঈম হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক মানবাধিকার সংবাদের স্টাফ রিপোর্টার লুৎফর নাহার রিক্তা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক কালের ছবির স্টাফ রিপোর্টার মো. মাইনুল ইসলাম ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার মো. সাদ্দাম হোসেন খান, কার্যনির্বাহী সদস্য পদে পাক্ষিক নির্ভিক সংবাদের বিশেষ প্রতিনিধি আব্দুস সামাদ আজাদ, কবি ও লেখক আবুর বাশার কুদ্দুস, এসএম রুবেল নির্বাচিত হয়েছে।
এই কমিটির কার্যকাল ২ বছর। ঢাকা মহানগর আরজেএফ নিজস্ব কর্মসূচি ছাড়াও কেন্দ্রীয় কমিটি ঘোষিত সকল কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এই কমিটি।
ঢাকা মহানগর আরজেএফ’র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন পাক্ষিক নির্ভিক সংবাদের সম্পাদক আ আ ম একরামুল হক আসাদ ও জুরাইন প্রেসক্লাবের সভাপতি সোহেল আহমেদ।
বিবার্তা/বিপ্লব/নিশি