চট্টগ্রাম ডিসিকে টিসিজেএ’র শুভেচ্ছা

চট্টগ্রাম ডিসিকে টিসিজেএ’র শুভেচ্ছা
প্রকাশ : ১১ আগস্ট ২০১৬, ১১:৩০:২০
চট্টগ্রাম ডিসিকে টিসিজেএ’র শুভেচ্ছা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, সামাজিক সচেতনতা সৃষ্টি ও এর অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তাই গণমাধ্যমের কাছে নাগরিকদের চাহিদা ও প্রত্যাশা অনেক বেশি। 
 
সেরা জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের বাংলোয় ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) সদস্যদের উদ্দেশে মেজবাহ উদ্দিন এসব কথা বলেন।
 
জেলা প্রশাসক আরো বলেন, সাহস, সৃজনশীলতা আর উদ্যমের মাধ্যমে গণমাধ্যম কর্মীরাই পারে জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে। তিনি বলেন, চিত্র সাংবাদিকদের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তবে শৈল্পিক চিন্তাভাবনা না থাকলে এক্ষেত্রে সফল হওয়া যায় না।   
 
এ সময় উপস্থিত ছিলেন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ স¤পাদক চৌধুরী ফরিদ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব, সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, সহ-সাধারণ সম্পাদক অমিত দাশ, সাংগঠনিক সম্পাদক মো. আবু জাহেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সনজীব দে বাবু, অর্থ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু, সাবেক অর্থসম্পাদক মোহাম্মদ আলী আকবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাসান উল্লাহ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন গোস্বামী, দপ্তর সম্পাদক বিপ্লব মজুমদার, নির্বাহী সদস্য আহাদুল ইসলাম বাবু, বাবুন পাল, আশরাফুল আলম চৌধুরী, মোহাম্মদ নাজিম উদ্দীন। 
 
বিবার্তা/জিয়া                    
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com