বাংলামেইলের তিন সাংবাদিকের জামিন

বাংলামেইলের তিন সাংবাদিকের জামিন
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৬, ১৫:১৬:৩৮
বাংলামেইলের তিন সাংবাদিকের জামিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিন জনকে জামিন দিয়েছেন আদালত।
 
এরা হলেন- ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশ।
 
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম শামসুল আলম রবিবার তাদের জামিন মঞ্জুর করেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী প্রিয়লাল সাহা।
 
‘টুডেনিউজ৭১ ডটকম’ নামের এক পোর্টালে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বিমান দুর্ঘটনায় মৃত্যুর ভুয়া খবর ছাপা হয়েছিল, যা গুজব ছিল বলে বাংলামেইল গত রবিবার একটি প্রতিবেদন প্রকাশ করে।
 
এরপর র‌্যাব-৩ এর একটি দল ওই রাতে কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে তাদের ধরে নিয়ে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।
 
মামলায় তাদের বাইরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমকেও আসামি করে এজাহারে তাকে পলাতক দেখানো হয়।
 
গত সোমবার এই মামলায় গ্রেফতার তিন জনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার আবেদন জানালেও বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
এদেক তাদের গ্রেপ্তারের দিনই বাংলামেইলের নয় সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে সরকার। রাতেই বাংলামেইলের ওয়্সোইটও বন্ধ পাওয়া যায়।
 
বিবার্তা/আমিন/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com