জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরঞ্জীব স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সোমবার জাতীয় শোক দিবস পালন করেছে জাতীয় প্রেসক্লাব। ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের নেতৃত্বে কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ক্লাব সদস্য কল্যাণ সাহা, মোশাররফ হোসেন প্রমুখ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে জাতীয় প্রেসক্লাবে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক যুগান্তর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রেসক্লাব কোষাধ্যক্ষ কার্তিক চ্যার্টাজি, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক ও সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমবারের মতো এবার জাতীয় প্রেসক্লাব রক্তদান কর্মসূচি আয়োজন করে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলীর রক্তদানের মধ্যদিয়ে কর্মসূচি উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কামরুল হাসান খান। এতে জাতীয় প্রেসক্লাবের ২৮জন সদস্য ও কর্মচারী রক্তদান করেন।
এ কর্মসূচির উদ্বোধনকালে বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রামী জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন ইকবাল সোবহান চৌধুরী, গোলাম সারওয়ার, মুহম্মদ শফিকুর রহমান, মঞ্জুরুল আহসান বুলবুল, কামরুল ইসলাম চৌধুরী ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। বক্তারা তাদের আলোচনায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান।
বিবার্তা/বিজ্ঞপ্তি/রয়েল