দেশের প্রথম ডিরেক্ট-টু- হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রিয়েলভিউ এর চ্যানেল তালিকায় যুক্ত হয়েছে নিউজ২৪। দর্শকদের জন্য দেশীয় ২৭তম চ্যানেল হিসেবে ২৪ ঘণ্টার এই সংবাদভিত্তিক চ্যানেলটি যুক্ত হলো।
সম্প্রতি ‘বায়াসড টু দ্য পিপল’ (‘biased to the people’) স্লোগান নিয়ে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন নিউজ২৪ যাত্রা শুরু করে। দর্শকদের জাতীয় ও আন্তর্জাতিক সব খবর দিতেই চ্যানেলটির পথচলা শুরু হয়।
চ্যানেল তালিকায় নিউজ২৪ যোগ করা প্রসঙ্গে রিয়েলভিউ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দিমিত্রি লেপিস্কি বলেন, আমাদের নিউজ চ্যানেল তালিকাকে আরো শক্তিশালী করার জন্য নিউজ২৪কে যুক্ত করা হয়েছে। কারণ প্রথম বাংলাদেশি ডিটিএইচ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সাবস্ক্রাইবারদের সবসময় এইচডি কোয়ালিটি পিকচার এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদ প্রদান করতে আমরা বদ্ধপরিকর।
নিউজ২৪ এর সিইও নঈম নিজাম বাংলাদেশে ডিটিএইচ সেবা চালু করার জন্য বেক্সিমকো গ্রুপকে ধন্যবাদ জানান। তিনি জানান, ঝামেলামুক্ত এ সেবার খরচ কম। তাদের অডিও, পিকচার এবং এইচডি চ্যানেলের মান অসাধারণ।
উল্লেখ্য, মাসিক ৩০০ টাকার বিনিময়ে বাংলাদেশি ২৭টি চ্যানেলসহ দেশ-বিদেশের ১শর অধিক চ্যানেল দেখার সুবিধা দিচ্ছে রিয়েলভিউ। এরমধ্যে পাঁচটি এইচডি চ্যানেলও রয়েছে।
বিবার্তা/উজ্জ্বল/কাফী