জাতীয় প্রেস ক্লাবের সদস্য হলেন ৮৮ জন

জাতীয় প্রেস ক্লাবের সদস্য হলেন ৮৮ জন
প্রকাশ : ২০ আগস্ট ২০১৬, ২০:১৮:৩৪
জাতীয় প্রেস ক্লাবের  সদস্য হলেন ৮৮ জন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
জাতীয় প্রেস ক্লাবে ৮৮ জন অস্থায়ী সদস্যকে স্থায়ী করা হয়েছে। একইসঙ্গে অস্থায়ী ও সহযোগী ৭৫ জনের সদস্যপদ বাতিল করা হয়েছে। এদের ৬২ জন সহযোগী এবং ১৩ জন অস্থায়ী সদস্য।
 
স্থায়ী সদস্যপদ পেলেন যারা 
 
এহসানুল হক (কালের কণ্ঠ), জহিরুল ইসলাম মামুন-জ.ই মামুন (এটিএন বাংলা), মো. সুমন ইসলাম (আমার দেশ), এ কে এম সাখাওয়াত হোসেন (সংবাদ), সনৎ নন্দী (খবর), কল্যাণ সাহা (চ্যানেল আই), মোস্তফা কামাল (ইউএনবি), বরুণ ভৌমিক নয়ন (আল-আমিন), খন্দকার আতাউল হক (নওরোজ), এস এম আবু সাঈদ (আজকের সংবাদ), সৈয়দ আফজাল হোসেন (নিউ নেশন), কাঞ্চন কুমার দে (ডেসটিনি), কমলেশ রায় (সকালের খবর), মো. রফিকুল্লাহ (আমাদের অর্থনীতি), তরুণ তপন চক্রবর্তী (ডেইলি সান), অনীল সেন (ডেসটিনি), মো. মফিজুল ইসলাম (সচিত্র প্রতিবেদন), মো. মুজিবুর রহমান জিতু (বাসস), হাসানউল্লাহ খান রানা (সমকাল), রুমি নোমান (এটিএন বাংলা), কাজল হাজলা (যুগান্তর), সুলতানা রহমান (এনটিভি), মোশতাক হোসেন (ভোরের ডাক), কিশোর কুমার সরকার (ডেসটিনি),  আজম সরোয়ার চৌধুরী (যুগান্তর), মো. রেজাউল করিম (ইত্তেফাক), তারেক আল নাসের (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), ফারাজী আজমল হোসেন (ইত্তেফাক), ডালিয়া জামান চৌধুরী (সমকাল), ফারুক তালুকদার (করতোয়া), ইয়াসিন কবির জয় (জনকণ্ঠ), আহমেদ দীপু (যুগান্তর), মো. শাহজাহান মিঞা (শীর্ষ নিউজ), তারিক মাহমুদ খান-নঈম তারিক (দেশ টিভি), রহমান মোস্তাফিজ (যমুনা টিভি), তানিয়া রহমান (একুশে টিভি), মো. সিদ্দিকুর রহমান (মানবকন্ঠ) শাহনাজ শারমিন (দীপ্ত টিভি), এম ফসিউদ্দিন মাহতাব (সমকাল), সাকি আহসান (সংবাদ), জামিল বিন সিদ্দিক (কালের কণ্ঠ), মো. ওবায়দুল গনি (বাসস), মাহফুজা জেসমিন (বাসস), দীপক কুমার আচার্য (ইন্ডিপেন্ডন্ট),শফিকুল ইসলাম ইউনুস (পাক্ষিক ঢাকা), রীতা ভৌমিক (যায়যায়দিন), ফাহিম আহমেদ (এনটিভি), নাঈম-উল করিম (সিনহুয়া), মো. জাহাঙ্গীর আলম (ইউএনবি), সাখাওয়াত হোসেন (নিউ এজ), ফিরোজ মান্না (জনকণ্ঠ), মজিবুর রহমান (জনকণ্ঠ), মাহবুর রশিদ (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), আসিফুল হুদা (দিনকাল), আজাদ মজুমদার (নিউ এজ), মাহমুদুল হক জাহাঙ্গীর (ইনকিলাব), মাহবুবুল আলম (যায়যায়দিন), আবু তাহের মোস্তাকিম (এটিএন বাংলা), ইদ্রিস মাদ্রাজী (নয়া দিগন্ত), গোলাম সাহানী (বাসস), বশির হোসেন মিঞা (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), শাহরিয়ার জামান (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), রফিক উল্লাহ (যুগান্তর), খোকন বড়ুয়া (নয়া দিগন্ত), মেজবাহ আহমেদ (জিটিভি), এ কে এম বাকী বিল্লাহ (সংবাদ), মশিউর রহমান রুবেল (জনতা), আহসান উল্লাহ (জনতা), মো. মোশারফ হোসেন (প্রভাত), শেখ সুমন মাহবুব (যায়যায়দিন), নাজমুল ইমাম (মানবজমিন), রফিকুল ইসলাম আজাদ (ইন্ডিপেনডেন্ট), হুমায়ন হাসান (ইনকিলাব), মোজাম্মেল হক চঞ্চল (যুগান্তর), আলমগীর মোহাম্মদ রঞ্জু (এটিএন নিউজ), নূরুল ইসলাম খোকন (সমকাল), শাহনাজ শারমীন রিনভী (বাংলাভিশন), এস এ এ মাহফুজুর রহমান (ইউএনবি), মো. শহীদুল ইসলাম- বিপ্লব শহীদ (চ্যানেল২৪), আবুল মারুফ সুবর্ণ (ডেইলি স্টার), শরীফুল হক পাভেল (নওরোজ), হুমায়ুন কবীর ভূঁইয়া (ইউএনবি), তাবিবুর রহমান তালুকদার (আরটিভি), মোয়াজ্জেম হোসেন চৌধুরী (বাসস), মুহাম্মদ জামাল হোসেইন- শেখ জামাল (ইনকিলাব), সিরাজুল ইসলাম (দিনকাল), ফরিদ উদ্দিন আহমেদ (মানবজমিন), হামিদুল হক মানিক (দিনকাল) ও সাইদুর রহমান (ইন্ডিপেনডেন্ট)।
 
গত বছরের ৩০ জুলাই এবং ৫ আগস্ট ১০১ জনকে জাতীয় প্রেস ক্লাবের অস্থায়ী সদস্যপদ দেয়া হয়। গত ৪ আগস্ট নির্বাহী কমিটির সভায় এদের মধ্য থেকে ৮৮ জনকে স্থায়ী সদস্যপদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বাকি ১৩ জনের অস্থায়ী সদস্যপদ বাতিল করা হয়।
 
বিবার্তা/মৌসুমী/হুমায়ুন
 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com