সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে লামায় মানববন্ধন

সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে লামায় মানববন্ধন
প্রকাশ : ২২ আগস্ট ২০১৬, ১৭:২০:৫১
সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে লামায় মানববন্ধন
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক প্রিয় চট্টগ্রাম ও দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক কবির হোসেন সিদ্দিকীকে হত্যার উদ্দেশ্যে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে বান্দরবানের লামা উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
 
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।  
 
এতে লামা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম. রুহুল আমিন, দৈনিক সাঙ্গু ও মাইটিভি প্রতিনিধি মো. কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন,  দৈনিক পূর্বদেশ ও অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪.নেট’র প্রতিনিধি মো. নুরুল করিম আরমান, দৈনিক গিরিদর্পণ প্রতিনিধি এস. কে খগেশপ্রতি চন্দ্র খোকন, দৈনিক প্রিয় চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, জিটিভি প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. তৈয়ব আলী, দৈনিক সুপ্রভাত প্রতিনিধি এম. বশিরুল আলম, দৈনিক দেশকাল প্রতিনিধি মো. সেলিম উদ্দিন, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার প্রতিনিধি মো. শাহাব উদ্দিন, দৈনিক আজকের দর্পণ বাবু মং মার্মা, সাংবাদিক আবু তাহের রানা প্রমুখ অংশগ্রহণ করেন।
 
মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানান। তাছাড়া সকলে আহত সম্পাদকের সুস্থতা কামনা করেন।
 
উল্লেখ্য, গত ২০ আগস্ট শনিবার রাত পৌনে ২টায় চট্টগ্রামস্থ নবাব সিরাজউদ্দৌলা রোডে পত্রিকা সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী তার অসুস্থ এক নিকট আত্মীয়কে দেখে রিকশাযোগে বাড়ি ফেরার সময় ৫-৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের চেষ্টা করে।
 
বিবার্তা/আরমান/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com