এফডিসিতে ফরিদ আলীকে শেষ শ্রদ্ধা

এফডিসিতে ফরিদ আলীকে শেষ শ্রদ্ধা
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৬, ১৬:১৭:১৫
এফডিসিতে ফরিদ আলীকে শেষ শ্রদ্ধা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
বিশিষ্ট অভিনেতা ও মুক্তিযোদ্ধা ফরিদ আলীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষরা। মঙ্গলবার দুপুর সোয়া ২টায় এফডিসি প্রাঙ্গণে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 
 
জানাজা অনুষ্ঠানে চলচ্চিত্রশিল্পী, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতা ও সদস্যরা ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
 
জানাজার আগে ফরিদ আলীর সহকর্মী ও সতীর্থ শিল্পীরা জানান, চলচ্চিত্রশিল্প গুণী একজন শিল্পীকে হারালো। এফডিসিতে ফরিদ আলীর জানাজায় ছিলেন অভিনেতা সুব্রত, রুবেল, ওমর সানি, অমিত হাসান, সম্রাট, মিজু আহমেদ প্রমুখ।
 
পরিচালকদের মধ্যে ছিলেন বদিউল আলম খোকন, মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ। ফরিদ আলীর তিন সন্তান বাঁধন, শুভ্র ও ইমরানসহ পরিবারের অন্যান্য সদস্যকে শিল্পীরা সমবেদনা জানান।
 
এর আগে সকাল ১০টায় ঠাটারি বাজারের বাসাসংলগ্ন মসজিদে ফরিদ আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর তার লাশ নেয়া হয় চ্যানেল আইয়ের কার্যালয়ে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজার পর তাকে আনা হয় এফডিসি প্রাঙ্গণে। গুণী এই শিল্পীর লাশ এখন বনানী কবরস্থানের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। বাদ আসর সেখানে তার মরদেহ সমাহিত করা হবে।
 
বিবার্তা/প্লাবন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com