‘সংবাদ প্রতিদিন’ পত্রিকার যাত্রা শুরু হলো। পত্রিকাটির নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান।
আবেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা অঙ্গীকার করছি আমরা পাঠকদের বিভ্রান্ত করব না, এমন কোনো সংবাদ পরিবেশন সংবাদ প্রতিদিন করবে না, যা জাতিকে সত্য থেকে দূরে রাখে, ইতিহাসকে বিকৃত করে বাঙালি জাতির সুবিশাল অর্জনকে ম্রিয়মাণ করে দেয়। একাত্তরের গর্বিত উত্তরাধিকার হিসেবে সংবাদ প্রতিদিন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, কুসংস্কার ও কূপমণ্ডুকতার বিরুদ্ধে, নির্লজ্জ আপসকামিতার বিরুদ্ধে, মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দ্বিধাহীনভাবে লড়ে যাবে।
এতে আরো বলা হয়, আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিএনএস আগামী মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে। সংবাদ প্রতিদিন এই মিডিয়া গ্রুপের অন্তর্গত একটি প্রতিষ্ঠান।
উল্লেখ্য, গত ১ আগস্ট জাতীয় দৈনিক ‘সংবাদ প্রতিদিন’-এ সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন আবেদ খান। দীর্ঘ সাংবাদিকতাজীবনে তিনি দৈনিক ইত্তেফাক-এ দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া তিনি দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাতা-সম্পাদক, এর আগে দৈনিক সমকাল-এর সম্পাদক হিসেবে কাজ করেছেন। এছাড়া দৈনিক যুগান্তরে তিনি ২০০৫ থেকে এক বছর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি কাজ করেছেন দৈনিক ‘ভোরের কাগজ’-এ (২০০৩-০৫)।
বিবার্তা/রোকন/কাফী