সাংবাদিক ও মানবাধিকার সংগঠক সুজন দে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যের নাম ঘোষণা করেন। চট্টগ্রামের আনোয়ারার সন্তান জাপার ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন সাংবাদিক সুজন দে।
উল্লেখ্য ছোট বেলা থেকেই সুজন দে নানা ধরণের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শিক্ষাজীবনে জড়িত ছিলেন প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠি ও খেলাঘর আসরের সঙ্গে। পেশাগত জীবনে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িতে রয়েছেন তিনি। বর্তমানে সুজন দে সার্ক কালচারাল সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন,বাংলাদেশ পলিটিক্যাল রিপোর্টাস ফোরাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ, পুজা উদযাপন পরিষদ, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সহ অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক,ধর্মীয়, ক্রীড়া সেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।
বিবার্তা/বিপ্লব/মৌসুমী