বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন রাজশাহীর ৫ সাংবাদিক। রবিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
এর আগে গত বুধবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রাজশাহীর অনুদানপ্রাপ্ত সাংবাদিকদের পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন আরইউজের সভাপতি কাজী শাহেদ। আজ তা বিতরণ করা হলো।
রাজশাহীর অনুদানপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন- কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো অফিসের ফটোসাংবাদিক সালাহউদ্দীন গাজী, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহীর স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমন এবং রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম, কাজী নাজমুল ইসলাম ও মিজানুর রহমান টুকু।
অনুষ্ঠানে সাংবাদিক শরীফ সুমন ছাড়া সবাই উপস্থিত হয়ে চেক গ্রহণ করেন। অনুদানপ্রাপ্তদের মধ্যে শুধু ফটোসাংবাদিক সালাহউদ্দীন গাজী অনুদান পেয়েছেন এক লাখ টাকা। বাকিরা প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকা।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, দেশের কোনো পেশার মানুষ প্রধানমন্ত্রীর নজর এড়ায় না। তিনি সবার কথা ভাবেন। সব পেশার মানুষের উন্নয়নে কাজ করেন। এ জন্যই তিনি সাংবাদিক কল্যাণ তহবিল গঠন করেছেন। এখান থেকে অনুদান পেয়ে সাংবাদিকদের অনেকের অনেক সমস্যার সমাধান হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি কাজী শাহেদ। এ সময় আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য জাবেদ অপু, আনিসুজ্জামান, আরইউজের কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, সদস্য তানজিমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ।
বিবার্তা/রিমন/রয়েল