সাংবাদিক জেহাদের মেয়ের মৃত্যুতে ডিআরইউয়ের শোক

সাংবাদিক জেহাদের মেয়ের মৃত্যুতে ডিআরইউয়ের শোক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩০:০৭
সাংবাদিক জেহাদের মেয়ের মৃত্যুতে ডিআরইউয়ের শোক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
সাপ্তাহিক সময়ের সম্পাদক ও প্রকাশক মো. জেহাদ হোসেন চৌধুরীর মেয়ে সাদিয়া শবনম জিদনীর (১৬) মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
 
শুক্রবার এক শোক বার্তায় সংগঠনটির সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সাদিয়া শবনমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
সাদিয়া শবনম জিদনী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শুক্রবার সকাল ১১টায় রাজধানী কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ইন্তেকাল করেন।
 
শুক্রবার বাদ মাগরিব চাঁদপুর জেলার মতলব থানার মোবারকদি গ্রামে স্থানীয় মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
 
গত ২৯ আগস্ট নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে স্থানান্তর করা হয়। সাদিয়া শবনম জিদনী রাজধানীর দনিয়া এ কে হাই স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাত্রী ছিলেন। তার অকাল মৃত্যুর খবরে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
 
বিবার্তা/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com