শরীয়তপুর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক ভোরের পাতার শরীয়তপুর ব্যুরো প্রধান জামাল মল্লিককে সভাপতি ও বিবার্তা২৪.নেটের শরীয়তপুর প্রতিনিধি রোমান আকন্দকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। শুক্রবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য ওই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুর রহমান (আমার সময়), সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার (ঢাকার ডাক), সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইন (বাংলা নিউজ২৪ ডটকম), নিবার্হী সদস্য আল-আমিন (দিনকাল) ও সাইদুর রহমান বাবু (শরীয়তপুর বার্তা)।
বিবার্তা/রোমান/নাজিম