মার্কিন সংবাদপত্র সমিতির নাম থেকে ‘পেপার’ বাদ

মার্কিন সংবাদপত্র সমিতির নাম থেকে ‘পেপার’ বাদ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:৫৬:২৫
মার্কিন সংবাদপত্র সমিতির নাম থেকে ‘পেপার’ বাদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
নাম বদলাচ্ছে ‘দ্য নিউজপেপার অ্যাসোসিয়েশন অব আমেরিকা’। ‘পেপার’ শব্দটি বাদ দিয়ে নতুন নামকরণ করা হচ্ছে 'নিউজ মিডিয়া অ্যালায়েন্স'। যুগের সঙ্গে তাল মেলাতেই এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বুধবার আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করা হবে।
 
বিশ্বজুড়ে ইন্টারনেটের ব্যাপক বিস্তারের ফলে সংবাদপত্রের অনলাইন সংস্করণের চাপে মুদ্রণ সংস্করণের ভবিষ্যৎ শঙ্কায় পড়েছে। ‘নিউজপেপার অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র নাম পরিবর্তনে এ শঙ্কাই আরো স্পষ্ট হলো। 
 
যদিও ই-মেইলে ‘পয়েন্টার মানডে’ তে পাঠানো এক বিবৃতিতে নিউজপেপার অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রধান নির্বাহী ডেভিড চাভেন বলেন, সংস্থার নতুন নামকরণের মাধ্যমে সংবাদ মাধ্যম হিসেবে কোনোভাবেই মুদ্রণ সংবাদপত্রের গুরুত্ব হ্রাস পাওয়া বোঝানো হয়নি।
 
নতুন নাম, ব্র্যান্ড ও প্রকল্প নিয়ে আমরা খুবই উদ্দীপ্ত। আসলে আমরা সংবাদ বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে খুবই উত্তেজিত।
 
আমেরিকাজুড়ে মুদ্রণ সংবাদপত্রগুলোকে নিজেদের অস্তিত্ব রক্ষায় রীতিমত লড়াই করতে হচ্ছে। মুদ্রণ সংস্করণ থেকে আয় কমে যাওয়ার পাশাপাশি অনলাইন সংস্করণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার চাপেও তাদেরকে থাকতে হচ্ছে।
 
‘নিউ ইয়র্ক টাইমস’ এর প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালে ‘দ্য নিউজপেপার অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র সদস্যসংখ্যা ছিল দুই হাজার ৭০০। বর্তমানে তা কমে দুই হাজার হয়েছে।
 
নিউ ইয়র্ক টাইমস এই নতুন নামকরণের খবর প্রথম প্রকাশ পায়।
 
প্রকাশক এবং আসন্ন নিউজ মিডিয়া অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান মাইকেল জে. ক্লিনজেনস্মিথ ‘নিউ ইয়র্ক টাইমস’কে বলেন, আমার হিসাব অনুযায়ী, সানডে সংবাদপত্রগুলো আরো অন্তত ২০ বছর টিকে থাকবে। তবে দৈনিক সংবাদপত্রগুলোর ভবিষ্যৎ একই রকম হবে কিনা তা আমি বলতে পারছি না।
 
বিবার্তা/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com