সরকারের বিভিন্ন অনুদানের পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মানিকগঞ্জ প্রেসক্লাব। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার জাগীর ইউনিয়নের গারাকুল বাজারে মানিকগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদ উপলক্ষে তিনশতাধিক বন্যার্তের মাঝে ১০ কেজি করে চাল ও একটি করে শাড়ি বিতরণ করা হয়।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে দুর্গতদের সহযোগিতা উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার শাহাদত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জাগীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব জানান, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বন্যা দুর্গতদের জন্য প্রেসক্লাবে ৫ মেট্রিক টন চাল ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব মোর্শেদ হাসান রনু তিনশ শাড়ি বরাদ্দ দেন।
এর আগে সদর উপজেলা দিঘী ইউনিয়নে দুইশ বন্যা দুর্গতদের সহায়তা দেয় মানিকগঞ্জ প্রেসক্লাব। আসন্ন ঈদ উপলক্ষে জাগীর ইউনিয়নে বন্যা দুর্গত তিনশ পরিবারকে ১০ কেজি করে চাল ও একটি করে শাড়ি বিতরণ করা হয়েছে।
বিবার্তা/সুমন/কাফী