বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুকের মা আছিয়া খাতুনের কুলখানি সম্পন্ন হয়েছে।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সেরাজাবাদ মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে বুধবার বাদ আছর এই কুলখানি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলসহ আত্মীয়-স্বজন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টায় বার্ধক্যজনিত কারণে আছিয়া খাতুন ঢাকার মোহাম্মদপুরের বাসভবনে ইন্তেকাল করেন। তিনি পাঁচ পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বিবার্তা/রোকন/কাফী