মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এনটিভির সিনিয়র রিপোর্টার ইমরুল আহসান দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে আজ শুক্রবার বেলা ১২টার দিকে সিরাজদিখান থানায় ইমরুল আহসান একটি অভিযোগ করেন।
জানা যায়, দুই বছর পর ইমরুল আহসান তার গ্রামের বাড়ি সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ছোট শিকারপুরে পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটি কাটাতে আসেন। বৃহস্পতিবার বাড়ি এসে রাত সাড়ে ৮টার দিকে নিমতলা বাজারে যাওয়ার পথে বালিয়াকান্দা নামক স্থানে ৫-৬ জন দুর্বৃত্ত তাকে আটকে এলোপাথারি মারধর করে আহত করে।
স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়ে তিনি আজ শুক্রবার থানায় অভিযোগ করেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যান। সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/জুয়েল/জিয়া