ছবি তোলার উদ্দেশ্যে একটি জাহাজে উঠেছিলেন ব্রিটিশ ফটোগ্রাফার রেবেকা মস। আর্টিস্ট ইন-রেসিডেন্সি কর্মসূচির আওতায় তাকে ২৩ দিন থাকতে হবে সাগরে ওই জাহাজের একজন যাত্রী হিসেবে।
তবে একদিন সকালে জাহাজ হানজিন জেনেভার ক্যাপ্টেন তাকে জানান জাহাজের মালিক কোম্পানি দেউলিয়া হয়ে গেছে।
প্রথমে ব্যাপারটা ওই ফটোগ্রাফার বুঝতে পারেননি। ভেবেছিলেন, মালিক দেউলিয়া হয়েছে তো তাতে তার কী? জাহাজ কোনো বন্দরে পৌঁছলেই নেমে পড়বেন তিনি।
কিন্তু জাহাজটি যে কোনো আন্তর্জাতিক বন্দরে ভিড়তে পারবে না- তিনি তা বুঝতে পারেননি। এমনকি কাউকে জাহাজ থেকে নামতেও দেয়া হবে না।
হানজিন জেনেভার ২৫ জন নাবিকের সঙ্গে রেবেকা মসের ফিরে আসার কথা ছিল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)। কিন্তু এখনও তিনি জানেন না কবে আবার ডাঙায় পা রাখতে পারবেন।
জাহাজ হানজিন জেনেভার মালিক দক্ষিণ কোরিয়ার। তাদের কয়েক ডজন জাহাজ রয়েছে। দেউলিয়া হওয়ার কারণে বন্দরের মাশুল তারা পরিশোধ করতে পারবেন না, এই আশঙ্কায় কোনো বন্দর কর্তৃপক্ষ জাহাজগুলোকে কূলে ভিড়তে দেবে না। তবে মালিকরা এখন চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেয়ার জন্য।
বিবার্তা/কাফী