আনুষ্ঠানিক সম্প্রচারে এসেছে ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেল ঢাকা বাংলা চ্যানেল(ডিবিসি)। বুধবার সকাল ১০টার দিকে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়েছে।
প্রচারে আসার আগে বেশ কিছুদিন পরীক্ষামূলক সম্প্রচার করে চ্যানেলটি। চ্যানেলটির কর্ণধার প্রতিষ্ঠান ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন।
ঘরোয়াভাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলটির উদ্বোধন করেছেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত ছিলেন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর শহীদুল আহসান ও সিইও মঞ্জুরুল ইসলাম।
গত বছরের জানুয়ারিতে নতুন এ টিভি চ্যানেলটি অনুমোদন পায়। এই টেলিভিশনটি নিয়ে বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা এখন প্রায় ৩০টি। এ নিয়ে দেশে সংবাদভিত্তিক চ্যানেলের সংখ্যা দাঁড়ালো আট-এ।
বিবার্তা/রয়েল