উভয় বাজারে কমেছে সূচক ও লেনদেন

উভয় বাজারে কমেছে সূচক ও লেনদেন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৩:৪৭
উভয় বাজারে কমেছে সূচক ও লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
দেশের দুই স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সূচকের সাথে লেনদেনের পরিমাণও কমেছে। এদিন উভয় বাজারে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে।
 
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৩৪  কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায়  ১৮ কোটি ৭২ লাখ টাকা কম লেনদেন। আগের দিন ডিএসইতে ৫৫২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
 
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।
 
এদিকে প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৭৭ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৫ পয়েন্টে।
 
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
 
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
 
বিবার্তা/জাকিয়া/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com