দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে। এদিন ডিএসইতে ৪২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৪৯২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে ৫৩৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছেও ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির শেয়ার দর।
এদিকে ডিএসইর প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯০ পয়েন্টে। শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৯ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি