দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় ৩৮ দশমিক ৫০ শতাংশ লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬৮১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৮৯ কোটি ৫০ লাখ টাকা বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে ৪৯২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছেও ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৮ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি