মাশরাফি জুটির ১০ বছর

মাশরাফি জুটির ১০ বছর
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১২:১৪
মাশরাফি জুটির ১০ বছর
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার দাম্পত্য জীবনের ১০ বছর পূর্ণ হল আজ। ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর নড়াইলের মেয়ে সুমনা হক সুমির সাথে দাম্পত্য জীবন শুরু করেন তিনি।
 
নড়াইল শহরের মহিষখো এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা স্বপনের সন্তান মাশরাফির বিয়ে হয়েছে এক কিলোমিটার দূরে মহিষখোলা এলাকার মরহুম জিল্লুর রহমানের ছোট মেয়ে সুমনা হক সুমির সাথে। আনন্দ-বেদনা, হাসি-কান্না, সুখ-দুঃখ সবকিছুর মধ্যদিয়ে এই জুটি ১০টি বছর অতিবাহিত করেছে।
 
ক্রিকেট মাঠে মাশরাফির সাফল্যে কখনো টিভির পর্দায় আবার কখনো মাঠে বসে উল্লাসে মেতেছে স্ত্রী সুমনা হক সুমিসহ তার পরিবারের সদস্যসহ দেশবাসী। আবার কখনো ইনজুরিতে পড়লে কেঁদেছেন স্ত্রী সুমিসহ পরিবারের সদস্য ও দেশবাসী। দাম্পত্য জীবনে মাশরাফি জুটির দুটি সন্তান রয়েছে। বড় সন্তান মেয়ে হুমায়রা (৫) এবং ছোট ছেলে সাহেল (২)।
 
বিবার্তা/রুবেল/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com