মাগুরার নিজ বাড়িতেই এবার ঈদ করছেন ক্রিকেটার সাবিক আল হাসান। সাথে রয়েছে তার স্ত্রী-কন্যাও।
পারিবারিক সূত্রে জানা গেছে, চার দিন আগেই তিনি স্ত্রী শিশির ও মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে ঈদ উপলক্ষে মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে আসেন, যেখানে তার মা-বাবা বসবাস করেন।
সাকিবের বাবা মাশরুর রেজা বলেন, সাকিব চার দিন আগে ঢাকা থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে মাগুরায় এসেছে। রোজার ঈদে ব্যস্ততার কারণে আসতে না পারলেও এবার পরিবারের সবার সঙ্গে সে মাগুরায় ঈদ করবে।
তিনি জানান, কোরবানির জন্য সাকিব কুষ্টিয়া থেকে এক লাখ ৬০ হাজার টাকা দিয়ে গৃহপালিত দুটি স্বাস্থ্যসম্মত গরু কিনেছে। পাশাপাশি স্থানীয় হাট থেকে ৫০ হাজার টাকা দিয়ে চারটি ছাগলও কিনেছে।
বাবা-ছেলে মিলে এবার দুটি গরু ও চারটি ছাগল কোরবানি দিচ্ছেন বলে জানান মাসরুর রেজা।
তিনি বলেন, আবহাওয়া ভালো থাকলে বরাবরের মতোই নোমানী ময়দানে মাগুরায় ঈদের প্রধান জামায়াতে অংশ নেবে সাকিব। আবহাওয়া প্রতিকূল হলে যাবে শহরের জজ কোর্ট মসজিদে।
এদিকে মাগুরা ক্রিক্রেট একাডেমির পরিচালক সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কি জানান, শনিবার বিকেলে সাকিব কিছু সময়ের জন্য মাগুরা স্টেডিয়ামে যান। সেখানে তিনি একাডেমির প্রশিক্ষণার্থীদের ক্রিকেটের কিছু কলাকৌশল শিখিয়ে দেন। তাদের সাথে কুশল বিনিময় করেন।
বিবার্তা/রোকন/কাফী