মাগুরায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন সাকিব। এতে জেলা প্রশাসক মুহাম্মদ মাহবুবর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জামাত পরিচালনা করেন জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. রইস উদ্দিন।
নামাজ শেষে সাকিব মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের চার দিন আগেই তিনি স্ত্রী শিশির ও মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে ঈদ উপলক্ষে মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে আসেন।
সাকিবের বাবা মাশরুর রেজা বলেন, সাকিব চার দিন আগে ঢাকা থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে মাগুরায় এসেছে। রোজার ঈদে ব্যস্ততার কারণে আসতে না পারলেও এবার পরিবারের সবার সঙ্গে সে মাগুরায় ঈদ করছে।
তিনি জানান, কোরবানির জন্য সাকিব কুষ্টিয়া থেকে এক লাখ ৬০ হাজার টাকা দিয়ে গরু কিনেছে। পাশাপাশি স্থানীয় হাট থেকে ৫০ হাজার টাকা দিয়ে চারটি ছাগলও কিনেছে।
বাবা-ছেলে মিলে এবার দুটি গরু ও চারটি ছাগল কোরবানি দিচ্ছেন বলে জানান মাসরুর রেজা।
বিবার্তা/নাজিম/লিয়ন