বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে মাশরাফি তার মেয়ে হোমায়রা, ছেলে সাহেল, ছোট ভাই সিজার মাহমুদকে সঙ্গে নিয়ে নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যান।
সেখানে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায় করে মাশরাফি বন্ধুসহ প্রিয়জনদের সঙ্গে কোলাকুলি করেন।
নামাজ শেষে মাশরাফি তার মামার বাসায় যান। মামার বাসায় বেশ কিছুক্ষণ সময় কাটান। ছোটকালে মামাবাড়িতেই তার অধিকাংশ সময় কেটেছে। মাশরাফির মামা নাহিদ জানান, মাশরাফি দেশে থাকলে সব সময়েই বাড়িতে ঈদ করেন।
পরে মাশরাফি নিজ বাড়ি সদর উপজেলার চারিখাদা গ্রামে যান। সেখানে একটি পশু (গরু) কোরবানি করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাশরাফি পরিবারসহ প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য ১১ সেপ্টেম্বর স্ত্রী সুমনা হক সুমি, মেয়ে হুমায়রা ও দুই বছরের ছেলে সন্তান সাহেলকে নিয়ে নড়াইলে আসেন।
বিবার্তা/নাজিম/লিয়ন