তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে রেকর্ড করলেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ৩৭তম টেস্টে কেন উইলিয়ামসনকে ফিরিয়ে উইকেটের ডাবল সেঞ্চুরি করেন অশ্বিন। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে ২০০ উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেট।
গ্রিমেট-অশ্বিনের ঠিক পরেই রয়েছেন ডেনিস লিলি ও ওয়াকার ইউনুস। দুই ফাস্ট বোলারের লেগেছিল ৩৮ টেস্ট। আর দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের দুইশতম উইকেট নিতে লেগেছিল ৩৯ টেস্ট।
ভারতের হয়ে আগের দ্রুততম ২০০ উইকেট শিকারী ছিলেন আরেক অফ স্পিনার হরভজন সিং। তার লেগেছিল ৪৬ টেস্ট। ৪৭ টেস্ট লেগেছিল অনিল কুম্বলের।
বিবার্তা/প্লাবন