নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ১৯৭ রানে জিতেছে স্বাগতিক ভারত। সেই সাথে ৫০০তম টেস্ট ম্যাচে জিতে স্মরনীয় করে রাখলেন উপমহাদেশের এই দলটি।
সোমবার কানপুর টেস্টের শেষ দিনে ভারতের প্রয়োজন ছিল ৬ উইকেট। আর কিউইদের প্রয়োজন ছিল অতিমানবীয় কিছু প্রদর্শনীর। সেই লক্ষ্যে প্রতিরোধের চেষ্টাও করছিলেন কিউই ব্যাটসম্যান স্যান্টনার। কিন্তু ৭১ রানে অশ্বিনের বলে বিদায়ের পর আর দাঁড়াতেই পারেনি সফরকারীরা।
প্রথম ইনিংসে ভারত ৩১৮ রান তোলার পর স্বাগতিক স্পিনারদের বোলিং তোপে পড়ে ২৬২ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৫৬ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩৭৭ রান তোলে ইনিংস ঘোষণা করে কোহলির দল। ফলে নিউজিল্যান্ডের সামনে ৪৩৪ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড়ায়। রান পাহাড়ের পেছনে ছুটতে গিয়ে টেস্টের চতুর্থ দিনেই ৯৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল সফরকারীরা। শেষ পর্যন্ত পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে ২৩৬ রানেই অলআউট হয়ে যায় কিউইরা। যে কারণে ১৯৭ রানে জিতে তিন ম্যাচে সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত।
এই জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংস: ৩১৮ ও ৩৭৭/৫ ডি.
নিউজিল্যান্ড প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংস: ২৬২ ও ২৩৬
ফল: ভারত ১৯৭ রানে জয়ী।
বিবার্তা/প্লাবন