শাস্তির মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণের জন্য ম্যাচ ফি’র ৩০ শতাংশ কাটা যাবে। সাব্বির নিজেই দোষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সাব্বির এলবিডব্লিউ হন। বোলিংয়ের সময় পানি পানের বিরতিতে আম্পায়ার শরফুদ্দৌলা ইবন শহীদ সৈকতের কাছে গিয়ে তাকে দেয়া এলবিডব্লিউ সিদ্ধান্ত নিয়ে জানতে চান এবং অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করেন তিনি।
ম্যাচ শেষ হওয়ার পর ঐ ঘটনার জন্য আম্পায়াররা সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ আনেন। এরপরই রেফারি রিচি রিচার্ডসনের কাছে দোষ স্বীকার করে নেন সাব্বির। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে আম্পায়ারের বাজে সিদ্ধান্তে মাত্র ২ রানে সাজঘরে ফিরেছিলেন সাব্বির। সফরকারী দলের লেগ স্পিনার রশিদ খানের বলে এলবিডব্লিউ হন তিনি।
বিবার্তা/প্লাবন