এতো দিন দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড ছিল স্পিনার আব্দুর রাজ্জাকের দখনে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দুই উইকেট নিয়ে রাজ্জাককে টপকে শীর্ষে উঠে গেলেন সাকিব আল হাসান। দেশের হয়ে তিন ফরম্যাট মিলে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক এখন সাকিব আল হাসান।
সাকিবের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন আব্দুর রাজ্জাক ও তৃতীয় স্থানে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, তার উইকেট সংখ্যা ২০৫টি।
ম্যাচ জয় শেষে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। তিনি বলেন, দেশের হয়ে যেকোনো অর্জনই আমার কাছে আনন্দের। নতুন কীর্তি সত্যিই ভালো লাগার। আরও ভালো লাগবে যদি ব্যাটিংয়েও এই অর্জন আমার দখলে আসে। আশা করছি, ভবিষ্যতে হয়তো ব্যাটিংয়েও এমন একটি অর্জন আমার ঝুলিতে জমা পড়বে।’
ভবিষ্যতে দেশকে আরেও সাফল্য এনে দিতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশকে নিয়ে যেতে আরেও অনন্য উচ্চতায়। সাকিব বলেন, ‘দেশকে যেকোনো সাফল্য এনে দিতে পারা যেকারো জন্যই গর্বের ব্যাপার। আমি, মুশফিক, তামিম মিলে দেশকে আরেও অনেক সাফল্য এনে দিতে পারবো বলে আশাবাদি আমি।’
নতুন এই কীর্তি গড়ার আগেই দেশের হয়ে টি-টোয়েন্টি ও টেস্টে উইকেট শিকারে সবার শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। ৪২ টেস্ট খেলে নিয়েছেন ১৪৭টি উইকেট ও ৫৪টি টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ৬৫টি উইকেট।
বিবার্তা/প্লাবন