১০০তম ওয়ানডে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তনে বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ জিতে ৯৯তম ওয়ানডে ম্যাচ জিতেছেন টাইগাররা। আর একটি জয় পেলেই ‘সেঞ্চুরি’ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এখন পর্যন্ত ৩১৩ ওয়ানডেতে ৯৯ জয় পেয়েছে বাংলাদেশ।
৯৯ জয়ের বিপরীতে ২১০টি ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। ফল আসেনি ৪টি ম্যাচে। এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবচেয়ে বেশি জয়ও তাদের বিপক্ষে। ৬৭ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, হেরেছে ২৮টিতে।
১৯৮৬ সালে বাংলাদেশ খেলেছিল প্রথম ওয়ানডে পাকিস্তানের বিপক্ষে। সে ম্যাচে বাংলাদেশে হেরেছিল ৭ উইকেটে। ওয়ানডেতে প্রথম জয় পেতে ১২ বছর অপেক্ষা করতে হয়েছে টাইগারদের। ১৯৯৮ সালে ভারতের হায়দরাবাদে ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। ইংলিশদের বিপক্ষে ১৬ ম্যাচে বাংলাদেশের জয় ৩টিতে। হেরেছে ১৩টিতে। এর বাইরে হংকংয়ের বিপক্ষে খেলেছে মাত্র ১টি ওয়ানডে। সেটিতে জয় পেয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে বাদে এশিয়ার বাইরে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৮ ম্যাচে ১৯টি পরাজয়ের বিপরীতে ৭টি জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯টি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এদের বিপক্ষে জয়ের পরিসংখ্যান যথাক্রমে ৮টি, ১টি ও ৩টি।
এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে ৩৮ ম্যাচে বাংলাদেশের জয় ৪টিতে। হারও তাদের বিপক্ষে বেশি, সর্বোচ্চ ৩৩টি ম্যাচ হেরেছে এই দ্বীপরাষ্ট্রের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে ৩৫ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪টিতে। এছাড়া ৩২ ম্যাচে ভারতের বিপক্ষে ৫টিতে জিতেছে টাইগাররা। পাকিস্তান ও ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৩১ ও ২৬টি ম্যাচ।
আইসিসির সহযোগী দেশের বিপক্ষে বাংলাদেশ বরাবর ভালো ফল পেলেও অঘটনের শিকারও কম হয়নি। আফগানিস্তান, কেনিয়া, কানাডা, নেদারল্যান্ডসের বিপক্ষে হারের রেকর্ড রয়েছে বাংলাদেশের। কেনিয়ার বিপক্ষে ১৪ ম্যাচে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে হার ৬টিতে। আফগানিস্তান, কানাডা, নেদারল্যান্ডসের বিপক্ষে ১টি করে ম্যাচে হেরেছে টাইগাররা। এছাড়া বারমুডা (২), হংকং (১), স্কটল্যান্ড (৪) ও সংযুক্ত আরব আমিরাতের (১) বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের।
বিবার্তা/প্লাবন