ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণালী সময়ের সাক্ষী কোর্টনি ওয়ালশ বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ। গত রবিবার টাইগারদের সাথে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ ছিল তার প্রথম অ্যাসাইনমেন্ট। জয় দিয়ে কাজ শুরু করতে পারায় ওয়ালশ খুশি। তবে শ্বাসরুদ্ধকর এই ম্যাচে মাশরাফির বোলিং ও অধিনায়কত্বে মুগ্ধ এই ক্যারিবিয়ান গ্রেট।
দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয়ের স্বাদ দেয়ায় টাইগার দলপতির প্রশংসা করেছেন ওয়ালশ। পাশাপাশি সাকিবের ৪৭তম ওভারকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন তিনি।
মাশরাফির প্রশংসা করে ওয়ালশ বলেন, ‘অধিনায়ক দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। নিজ কাঁধে দায়িত্ব নিয়েছে অনেক সময়। এটা সত্যিই অসাধারণ। বোলিংয়ে অন্যদের থেকে ভালো করেছে। সত্যিই তার পারফরম্যান্সে মুগ্ধ।’
পেসার রুবেল ও তাসকিনেরও প্রশংসা করেছেন ওয়ালশ। তিনি বলেন, ‘রুবেল ও তাসকিন ভালো করেছে। তাসকিন বাড়তি নজর কেড়েছে। আইসিসি থেকে বৈধতা পাওয়ার পর তার প্রথম ম্যাচ ছিল। চাপে ছিল ও। তারপরও সে ভালো করেছে। শুরুতে অনেক কিছুর চেষ্টায় উলট-পালট হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে সে ফিরে এসেছে। এজন্য তাকে ক্রেডিট দিতেই হবে।’
সাকিবের ৪৭তম ওভারে নিয়ে ওয়ালশ বলেন, ‘শেষ দিকে সাকিব, তাসকিন অসাধারণ বোলিং করেছে। কিন্তু সাকিব আমাদের প্লাটফর্ম তৈরি করে দিয়েছে। ম্যাচ পরিবর্তনের ওভারটা সেই করেছিল। তার চাপের কারণে রান রেট বেড়ে যায়। ওরা আরও চাপে পরে যায়।’
বিবার্তা/প্লাবন