‘ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ’

‘ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ’
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৭:০১
‘ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ’
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে টাইগাররা। অনেক প্রত্যাশা থাকলেও হারার মুখ থেকে ফিরে জিতেছে ৭ রানে। এদিকে বাংলাদেশের হয়ে এই ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, সব ভুল শুধরে পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরবে বাংলাদেশ।
 
প্রথম ম্যাচে মাহমুদউল্লাহর কন্ঠে বড় স্কোর না করার আক্ষেপ ঝড়লো, ‘উইকেট খুব ভাল আচরণ করছিল এবং বল খুব সুন্দর ব্যাটে আসছিল। তাই যতটা রান বাড়ানো যায়, সেই চিন্তা থেকে আগ্রাসণ দেখিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সেটা করতে পারিনি। আরেকটু ক্যারি করা উচিত ছিল। সেক্ষেত্রে ২৮০ প্লাস রান অনায়েসে হয়ে যেত।’
‘ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ’
প্রায় ১০ মাস থেকে একদিনের ম্যাচ খেলে না টাইগাররা। সেটার চিত্র ফুটে উঠেছে এই ম্যাচে। ক্যাচ মিস ও ফিল্ডিং মিসের মহড়া দেখা যায়। প্রথম ম্যাচের সব ভুল শুধরে ফিরবে টাইগাররা উল্লেখ করে রিয়াদ বলেন, ‘দলের সবাই এই বিষয়টা অনুভব করছে। ভালো ক্রিকেট খেলতে পারলে আমরা হয়তো আরও ভালো ফল করতে পারব। প্রথম ম্যাচের ভুল শুধরে আরও ভালভাবে কি করে পারফর্ম করা যায় সেদিকটায় মনোনিবেশ করব এবং সিরিজটা যাতে পরবর্তী ম্যাচে আমরা নিশ্চিত করতে পারি সেটাই চেষ্টা করব।’
 
এদিকে দশ মাস পর মাঠে ফেরার কারণে টাইগাদের পারফরম্যান্সে ঘাটতি ছিল বলে মনে করেন টাইগারদের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সামনের ম্যাচগুলোতে টাইগাররা টাইগারের মতোই খেলবে বলে প্রত্যাশা করছেন তিনি।
‘ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ’
প্রথম ম্যাচটিতে কোনঠাসা হলেও আফগানিস্তানের বিপক্ষে পরের দুটি ম্যাচে ভয় ডরহীন ক্রিকেট খেলতে হবে বলে মন্তব্য করেছেন সুজন। শুধু তাই নয়, টাইগাররা টাইগারদের মতোই ক্রিকেট খেলবে বলে জানান তিনি, ‘ভয়-ডরহীন ক্রিকেট খেলতে হবে। দশ মাস আগে আমরা যেভাবে ক্রিকেট খেলেছি সেভাবে খেলতে হবে। সবই ঠিক ছিল, তবে সামান্য ভয় হয়তো কাজ করেছিল, সেটা আমি চাই না। আমরা চাই ভয় ছাড়া ক্রিকেট। টাইগাররা টাইগারদের মতো খেলবে।’
 
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শ্বরুদ্ধকর প্রথম ওয়ানডেতে ৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৮ সেপ্টেম্বর।
 
বিবার্তা/প্লাবন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com